শামার জোসের একটা ইতিহাস রচনা করেছিলেন। একটা বছর আগেও তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের জায়গাটা ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা। এক বছরের মধ্যে তিনি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যে জায়গাটাতে অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র নায়ক শামার জোসেফ।
ক্যারিয়ারে ক্রিকেটটা শুরু করেছিলেন লেবু এবং সেই সঙ্গে পেয়ারাকে ক্রিকেট বল মনে করে কিংবা অনেক সময় গলিত প্লাস্টিকের বোতল দিয়ে একটা গোলাকার কিছু একটা বানিয়ে সেটা দিয়ে বোলিং করার চেষ্টা করতেন।
কারণ এমন একটা প্রত্যন্ত অঞ্চলে শামার জোসেফ বসবাস করতেন যে জায়গায় ২০১৭-১৮ সালের আগে মোবাইল কানেকশনই ছিল না। যে জায়গায় নৌপথে যেতে হলে গায়নার শহর থেকে দুই থেকে তিন দিন সময় লাগবে। এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করে জীবিকার সন্ধানে এসে এরপর ক্রিকেটে মননিবেশ করেছেন আর এই ভাবেই তিনি ক্রিকেট খেলাটাকে শুরু করেছেন।
তার যে বোলিং অ্যাকশনের জায়গাটা। সেটা এমন না যে উপযুক্ত বোলিং অ্যাকশন কিংবা পেস জেনারেট করার জন্য খুব চমৎকার বোলিং অ্যাকশন কিন্তু তারপরও লাইন ল্যান্ডট তার ভালো রয়েছে। সেই সাথে তার বয়সটা কম তিনি ভাল পেস জেনারেট করতে পারেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































