সম্প্রতি শিশুদের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বলিউড তারকা সালমান খান। সে অনুষ্ঠানে পারফর্ম করার সময় বসে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় তিনি অসহ্য বুকে ব্যথা নিয়ে উঠে দাড়াচ্ছেন। অভিনেতা স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারতেন না। তাছাড়া সালমানের মুখেও সে ব্যথার যন্ত্রণার দৃশ্য বুঝা যাচ্ছিলো। সোফা থেকে ওঠার সাথে সাথে তার বুকে প্রচন্ড ব্যাথা শুরু হতে দেখা যায়।
বলিউড ভাইজানের বুকে ব্যথা চিন্তিত ভক্তরা। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, পাঁজরে চোট পেয়েছেন সালমান। তবে শারীরিক অবস্থা যাই হোক না কেন, তিনি তার কাজে অবিচল। অতএব, সালমান খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী এবং একজন সুপরিচিত সামাজিক কর্মী অমরুতা ফড়নভিসের আমন্ত্রণেই অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে সালমানকে ধূসর রঙের টি-শার্ট পরা দেখা যায়। চোখে ব্যথা স্পষ্ট। সোফা থেকে ওঠার সময় স্পষ্ট ফুটে উঠে সালমানের পাঁজরের ব্যথার বিষয়টি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালি বেন্দ্রেও। সালমান যখন অভিনেত্রীকে অভ্যর্থনা জানাতে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, তখনই বিপত্তির মুখে পড়েন সালমান।
অনুষ্ঠানের উপস্থাপক জানিয়েছেন, সালমান খান পাঁজরে চোট পেয়েছেন।
তিনি অসুস্থ শরীর নিয়েই অনুষ্ঠানে উপস্থিত হন। এর জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অমরুতা ফড়নবিস। এই পরিস্থিতিতে বেশ চিন্তিত বলিউড সুপারস্টারের ভক্তরা। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এদিকে, ঘটে আরেক কাণ্ড। অনুষ্ঠানের অন্য একটি ভিডিওতে দেখা যায়, পাঁজরের ব্যথা নিয়েই অনুষ্ঠানে তিনি নাচতেছেন। আর এটা দেখে ভাইজান ভাক্তরা তাকে সম্বোধন করেছেন আহত বাঘ বলে। ভক্তদের ভালবাসায় সিক্ত সালমান অচিরেই কাজে ফিরবেন বলে জানা গেছে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































