বর্তমান ডিজিটাল এই যুগে সংবাদ শুধু মাত্র তথ্য নয়, বরং একটি অভিজ্ঞতা। একজন পাঠক যখন একটি নিউজ পোর্টালে প্রবেশ করে তার উদ্দেশ্য থাকে দ্রুত, নির্ভুল এবং সহজে খবর পড়া।
যদি কোনো পোর্টালের ইন্টারফেস জটিল হয়, খবর খুঁজে পাওয়া কষ্টকর বা লোডিং টাইম বেশি, তাহলে তাহলে সেই ওয়েবসাইটের ভিজিটর অন্য কোনো সাইটে চলে যাবে। এজন্য All Bangla newspaper অনলাইন ভার্সন বা প্রতিটি নিউজ পোর্টাল ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই নিবন্ধে আমরা আলোচনা করবো একটি নিউজ পোর্টালের ইন্টারফেস কীভাবে ইউজার ফ্রেন্ডলি করা যায়, যা পাঠকের জন্য সহজে ব্যবহারযোগ্য, তথ্যবহুল হয়।
সহজ ও ক্লিন ডিজাইন করুন
একজন পাঠক যখন সাইটে প্রবেশ করবে তখন তার চোখ যেন ক্লিন এবং স্বচ্ছ বা স্পষ্ট লেআউট দেখতে পায়। মনে রাখবেন আপনার লেআউট যেন অবশ্যই পাঠকের চোখে পড়ে এবং এটি যেন অতিরিক্ত ফ্যাকাশে কিংবা অত্যধিক কালারফুল না হয়।
পাঠকের চোখ যেন আপনার ডিজাইনটি দীর্ঘক্ষণ দেখেও কষ্ট না পায়। অতিরিক্ত ব্যানার এবং অপ্রয়োজনীয় পপ আপ যথাসম্ভব এড়িয়ে চলুন।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা আপনার সাইটটি এক্সেস করতে পারছে কিনা সেই ব্যাপারেও নজর রাখতে হবে এজন্য স্কিন রিডেবল ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করাও আবশ্যক।
রেসপনসিভ ডিজাইন
বর্তমান সময়ে ব্যবহারকারীরা কম্পিউটারের পাশাপাশি মোবাইল, ট্যাব সহ ইত্যাদি ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্রাউজ করে থাকে। তাই একটি সাইট সকল ডিভাইসের জন্য উপযোগী কিংবা রেসপন্সিভ ডিজাইন হওয়া অত্যন্ত জরুরি।
আপনি যখন একটি নিউজ পোর্টালে লেআউট ডিজাইন করবে তখন আপনাকে মাথায় রাখতে হবে, ডিজাইনটি যেন অবশ্যই কম্পিউটার, মোবাইল, ট্যাব, সহ ইত্যাদি ভিন্ন ভিন্ন সাইজের ডিভাইসের সঙ্গে মানিয়ে নিতে পারে।
উদাহরণস্বরূপ: সাইটের হেডার বা মেনু অথবা ইমেজ বা সাইডের অন্যান্য বিশেষ এলিমেন্ট সঠিকভাবে সকল ডিভাইসে কিনা প্রদর্শিত হচ্ছে কিনা এ ব্যাপারে নজর রাখতে হবে।
সহজে পাঠযোগ্য টাইপোগ্রাফি ব্যবহার করা
নিউজ পোর্টাল ব্যবহারকারীদের মূল উদ্দেশ্যই থাকে নিউজ পড়া। তাই প্রতিটি নিউজ পেট্রলের সঠিক ফন্টের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও ফন্টের সঠিক সাইজ, লাইন হাইড, কালারের ব্যবহার ও বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে।
এমন ধরনের ফন্ট ব্যবহার করতে হবে যেগুলো আকর্ষণীয় এবং সহজেই পড়া যায় এবং স্পষ্ট। যেমন বাংলা নিউজ পোর্টালের জন্য Hind Siliguri, SolaimanLipi, বা Noto Sans Bengali এই ফন্টে গুলো ব্যবহার করতে পারেন।
সাইটের মেনু সহজে অ্যাক্সেস যোগ্য
সাইটের মেনু অবশ্যই সহজে অ্যাক্সেস যোগ্য করে তুলুন, যেমন মেনুতে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বা প্রয়োজনীয় পেজগুলো রাখুন। একজন ব্যবহারকারী যেন সহজেই যেকোনো ক্যাটাগরির নিউজ পড়তে পারে।
মেনু বার টি Sticky হিসেবে সেট করুন, এবং মেনুর অতিরিক্ত আইটেম বা সাব ক্যাটাগরি গুলোকে ড্রপডাউনের মাধ্যমে সেট করুন। অপশন রাখতে পারেন, সার্চ বারে অটোসাজেশনের ব্যবস্থা রাখবেন এতে করে ব্যবহারকারী দ্রুত আপনার কনটেন্ট খুঁজে পেতে পারবে।
দ্রুত লোডিং টাইম নিশ্চিত করুন
ব্যবহারকারীকে উন্নত মানের সেবা প্রদান ও সার্চ ইঞ্জিন থেকে সেরা র্যাংকিং পাওয়ার জন্য সাইটের স্পিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইটের স্পিড কম বা সীমিত হলে সেই সাইডে ভিজিটর বা ব্যবহারকারীর বেশিক্ষণ স্থায়ী হতে চায় না এবং পরবর্তীতে রিটার্ন চায় না। তাই একটি সাইডের স্পিড অপটিমাস করা বা দ্রুত লোডিং সম্পন্ন সাইট তৈরি করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সাইটের স্পিড বাড়ানোর জন্য কয়েকটি বিষয়ে নজর দেওয়া যেতে পারে যেমন কোড গুলো অপটিমাইজ করা, WebP ইমেজ তৈরি, CDN,এবং লেজি লোড ইমেজ ইত্যাদি মত টেকনোলজি বিষয়ে নজর দিলে সাইটের স্পিড উন্নত হবে।
বিজ্ঞাপন ও পপ আপ ব্যবস্থাপনা
মনে রাখবেন অতিরিক্ত বিজ্ঞাপন বা পপ আপ আপনার ওয়েবসাইট এর ব্যবহারকারীর বিরক্তির কারণ হতে পারে, তাই সঠিকভাবে এবং সঠিক মাত্রায় বিজ্ঞাপন ও পপ আপ ব্যবহার করুন।
বিজ্ঞাপন প্লেসমেন্ট এর সময় অবশ্যই মনে রাখবেন বিজ্ঞাপন টি যেন আপনার ব্যবহারকারীর সংবাদ পড়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত না করে এবং সংবাদ পড়াকালীন সময়ের কোনোভাবেই পপ আপ বা এই ধরনের অপ্রত্যাশিত মেসেজ না আসে।
বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে সাইডবার, নিউজের নিচে অথবা ব্যবহারকারী বিরক্ত না হয় এমন স্থানে বিজ্ঞাপন দিন, পপ-আপ থাকলে সেটি সময়সীমা বা ক্লোজ বাটনের মাধ্যমে নিয়ন্ত্রণ করুন।
কমেন্ট ও শেয়ারিং সুবিধা
ব্যবহারকারীর মতামত প্রকাশ করার জন্য কমেন্ট করার সুবিধা রাখুন, এবং আপনার কনটেন্ট যেন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয়া যায় সে জন্য শেয়ারের ব্যবস্থা রাখুন। এতে করে আপনার সাইট ও নিউজ সম্পর্কে ব্যবহারকারীরা দ্রুত জানতে পারবে।
ইউজারের এনগেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিটি নিউজের নিচে সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করুন, যেমন Facebook, WhatsApp, x.com ইত্যাদি।
শেষের কিছু কথা
একটি ইউজার ফ্রেন্ডলি নিউজ পোর্টাল মানে শুধু সুন্দর ডিজাইন নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে পাঠক সহজে, দ্রুত, এবং আনন্দের সাথে খবর পড়তে পারেন। উপরের উল্লিখিত প্রতিটি বিষয় যদি সতর্কতার সাথে অনুসরণ করা যায়, তাহলে সেটি হয়ে উঠতে পাঠকদের পছন্দের নিউজ পোর্টাল। এটা মনে রাখা জরুরি, সংবাদ মানে বিশ্বাস, আর বিশ্বাস গড়ে ওঠে ব্যবহারকারীর অভিজ্ঞতার মাধ্যমে।
































