প্রতিবেশী দেশ ভারতেও আলো ছড়াচ্ছেন বাংলাদেশে জন্মগ্রহণ করা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী সেই সাক্ষাৎকারে হঠাৎই র্যাপিড ফায়ারে অংশ নেন। আর এ নিয়েই নেটিজেনদের মাঝে চলছে মিশ্র প্রতিক্রিয়া। মিথিলা পরকীয়া সম্পর্কে বুঝে না।
গণমাধ্যম থেকে জানা যায়, প্রথমে মিথিলাকে তার মেয়ে আয়রা সম্পর্কে প্রশ্ন করা হয়। তারপর দ্রুত উত্তর, সে আমার জীবন। এরপর আসে তাহসান খানকে নিয়ে আলোচনা। মিথিলা বলে তাহসান এখন আমার বন্ধু, সে আয়রার বাবা।
হঠাৎই পরকীয়ার বিষয়টি উঠে আসে। তখন অভিনেত্রী উত্তর দেন, আমি বুঝতে পারছি না পরকীয়া কী। ব্যক্তিগতভাবে, আমি এটিকে বিশ্বাস করি না।
পরে সৃজিত মুখার্জি ও মোশাররফ করিমের প্রসঙ্গ আসলে মিথিলার সংক্ষিপ্ত উত্তর, সৃজিত ও মোশাররফ করিম তারা শক্তিশালী অভিনেতা।
প্রসঙ্গত, দীর্ঘ সম্পর্কের পর ২০০৬ সালে রাফিয়াত রশি মিথিলা সংসার বাঁধেন তাহসান খানের সাথে। ২০১৩ সালে, তাদের সংসারে আয়রা নামে একটি মেয়ের জন্ম হয়েছিল। সবকিছু ঠিকই ছিল কিন্তু হঠাৎ ছন্দ ভেঙ্গে বিচ্ছেদের শব্দ শোনা যায়।
এই সেলিব্রিটি দম্পতি তাদের দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। পরে মিথিলা কলকাতার পরিচালক সৃজিতকে বিয়ে করেন। বর্তমানে তার সাথেই সংসার করছেন তিনি।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































