চিত্রনায়ক শাকিব খান ভালোবেসেই বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। অপু-বুবলীর সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারো সাথে বেশিদিন সংসার স্থায়ী হতে পারেননি।
বর্তমানে অপু ও বুবলী দুজনেই শাকিবের জীবনে অতীত। বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার তিনি তাদেরকে অতীত হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই নতুন কোনো সম্পর্কে জড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও শাকিব তার দুই প্রাক্তন স্ত্রী সম্পর্কে কথা বলেছেন। সেখানে তিনি সোজাসাপ্টা ভাষায় জানিয়েছেন, অপু ও বুবলী তার জীবনে অতীত এবং তারা অতীত হিসেবেই থাকবে।
নিজের দুই সংসার ভাঙার বিষয়টি শাকিবের জন্য কষ্টকর ছিল, বিশেষ করে মানুষের সমালোচনা। শাকিবের ভাষায়, ভাঙন সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো ততটুকুই হওয়ার কথা ছিল। জীবন একটি যাত্রা, যেখানে অনেকের সঙ্গে পরিচয় হয়। আমার জীবনে অপু ও বুবলী অতীত এবং তারা অতীত হিসেবেই থাকুক। এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে ছোট বার্তা। শাকিব তার পরিবারের ভালোবাসাকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেন। আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কাছের কিছু মানুষ এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ আছেন, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন। তাদের সবাইকে নিয়ে আমি ভালো আছি। সাক্ষাৎকারে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন শাকিব খান। তিনি বলেন, মানুষ একা কখনোই থাকতে পারে না তাই পরিবার ও সমাজ নিয়ে বাঁচে। তবে কোনো তাড়াহুড়ো নেই, সঠিক সময়ে পরিবারের সম্মতিতে বিয়ে হবে।
শাকিব তার বাবা-মায়ের ইচ্ছার কথা জানান। তিনি বলেন, আমার বাবা-মা এখন বয়স্ক, তারা চান আমি সংসারী হই। নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব বলেন, ওরা এখনো ছোট, স্কুলে যাচ্ছে এবং লেখাপড়া করছে। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই এবং ওদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যা যা দরকার আমি করব।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































