জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবার সিনেমার গণ্ডি পেরিয়ে যুক্ত হলেন ক্রিকেট জগতে। তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকার একটি টিম কিনেছেন। শাকিব খানের নিজস্ব কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান এবার ক্রিকেটে ‘ঢাকা ক্যাপিটালস’নামে তাদের নিজস্ব টিম নিয়ে আসছে।
বিপিএলে টিম কিনলেন শাকিব খান। গতকাল বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় দর্শকদের মতামতের ভিত্তিতে টিমের নাম চূড়ান্ত করা হয়। পরে গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে আনুষ্ঠানিকভাবে টিমের লোগো উন্মোচন করেন শাকিব খান। সেখানে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন , ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের অনেক ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা সাড়া দিয়েছেন। তাদের এই উচ্ছ্বাস দেখে আমি অভিভূত। তাই সবার মতামতকে গুরুত্ব দিয়ে টিমের নাম ঠিক করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।
এবারের বিপিএল ডিসেম্বর থেকে শুরু হবে, সেখানে শাকিব খান বাংলাদেশের প্রথম চিত্রতারকা হিসেবে একটি টিম কিনেছেন। তিনি তার দল নিয়ে আশাবাদী এবং বলেন, আমি আশা করি, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ঢাকা ক্যাপিটালস কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।
শাকিব খানের ভক্তরা তার এই নতুন উদ্যোগে অত্যন্ত উচ্ছ্বসিত এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরাও শাকিবের বিপিএলে অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন।
বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শাহরুখ খান জুহি চাওলা প্রীতি জিনতা শিল্পা শেঠির মতো তারকাদের দল কেনার নজির রয়েছে। এবার বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একজন চিত্রতারকা হিসেবে শাকিব খান দল কিনলেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































