বাংলাদেশ চলচিত্রের আলোচিত-সমালোচিত দুই নায়িকা। এর মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনব বুবলী। অন্যজন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তারা বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তারা এখনও একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে। অপুর কথায় এটা পরিষ্কার হলো। বুবলী নাম মুখে নিলে উৎসবের আনন্দ নষ্ট হবে বলে তিনি উল্লেখ করেছেন।
কেনো বুবলির সাথে অপুর এত জেদ! গণমাধ্যম কর্তৃক আয়োজিত গত এক ঈদের অনুষ্ঠানে এসে এ কথা বলেন অপু। বুবলীর সঙ্গে কোনো ঈদের অনুষ্ঠানে দেখা হয়েছে কি না জানতে চাইলে বুবলি সম্পর্কে কথার তীর ছুঁড়েন অপু।
অপু বলেছিলেন যে, আমি আসলে এই নামটি বলতে চাই না। তার নাম উল্লেখ করে ঈদের সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাই না। একজন ব্যক্তির স্ট্যাটাস লেভেলটা কতটুকু নিচে নেমে গেলে চোখে ধুলা উড়িয়ে ঘোরে, আমার বিবেকে বাধে তাকে যোগ্য বা অযোগ্য বলতেও । আসলে, আমি এ নিয়ে কথা বলে ঈদটা নষ্ট করতে চাই না।
অপুর মতে, তার (বুবলী) সমস্যা আছে এবং তার চিকিৎসা দরকার। তিনি খেলায় অংশ নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। সে আসলে বুঝতে পারছে না কি বলবে আর কি বলবে না।
তিনি বলেন, আমি তাকে (বুবলি) পচা আলু বলে ডেকেছি, তাকে এড়িয়েও গিয়েছি। অযোগ্যদের যৌক্তিকতা দেওয়া মানে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা।
এই ঈদে মুক্তি পেয়েছে বুবলীর ছবি ‘রিভেঞ্জ’। তার সঙ্গে জুটি বাঁধেন জিয়াউল রোশান। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন মো. ইকবাল। অন্যদিকে এই ঈদে অপু বিশ্বাসের একটিও ছবি মুক্তি পায়নি।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































