জনগণের বিক্ষোভের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ফলে আওয়ামী সরকারের পতন ঘটে। তার পতনের পর ধীরে ধীরে ভয়ংকর তথ্য সামনে আসে। এতে আওয়ামী লীগের নির্যাতনের জেল আয়নাঘরটি ফুটে ওঠে। এবার সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ।
তিনি লিখেছেন যে আমরা সবাই ইতিমধ্যে জানি আয়নাঘরে কী ঘটে। আয়নাঘরটি জঙ্গি নাটক বানানোর জন্য একটি বিশাল মঞ্চে পরিণত হয়েছিল। যখনই সরকারের কোনো সন্দেহভাজন সন্ত্রাসীর প্রয়োজন হতো, তখনই তারা নিরপরাধ লোকদের ধরে নিয়ে আসতো, আয়নার ঘরে রাখতো এবং নির্যাতন করতো যাতে মিডিয়া তাদেরকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরে।
কেনো আয়নাঘর অবলম্বনে সিনেমা নির্মিত হচ্ছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নানা ঘটনা সামনে এসেছে। তাদের মধ্যে একটি হল বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র যার নাম দেওয়া হয়েছে আয়নাঘর।
কথিত আছে, সেখানে বন্দীদের রাখা হতো এবং অমানবিক নির্যাতন করা হতো। এবার সেই ঘটনা নিয়ে ফিচার ফিল্ম বানাতে চলেছেন ইন্দুবালা খ্যাত পরিচালক জয় সরকার। ছবির নাম ‘আয়নাঘর’।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্রটি নিবন্ধন করেন। র্যাবিট এন্টারটেইনমেন্ট এটি প্রযোজনা করেছেন । সবকিছু ঠিক থাকলে অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে জয় বলেন, আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল, আমি তাকে নিয়ে ছবিটি করতে চাই। কেয়া ছাড়াও থাকবেন আরও বিখ্যাত তারকারা। এখন একটা গল্প লেখা হচ্ছে যারা সেই আয়নাঘরে বন্ধী ছিলেন এবং নির্যাতিত হয়েছেন। তাদের কাছ থেকে প্রেক্ষাপট জেনে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেবেন পরিচালক।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































