মোস্তাফিজকে ব্যবহার করতে পারছে কি বাংলাদেশ | Can Use Mustafiz

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে নতুন মৌসম ভক্তদের মনে উৎসবের ধুম। উদ্বোধনী ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা, ধোনি দলে হোক যে গ্রাউন্ডে খেলা। প্রথম ম্যাচে সুপার কিংস এর প্রতিপক্ষ আরসিবি। টস দিতে ব্যাটিং বেছে নিলেন ডুপ্লেসি।

মোস্তাফিজের সাথে নিয়ে একাদশ গড়েন চেন্নাই। মোস্তাফিজের সাথে বিদেশী হিসেবে সুযোগ পেয়েছেন রাচিন, মিচেল, থিকশানার। যখন চার ওভারে ৩৭ রান বেঙ্গালুরুর বোর্ডে ঠিক তখনই মোস্তাফিজের ডাক আসে। ফিজের উপর চেন্নাই কেন রেখেছেন আস্তা? বাংলার প্রেসারের পরিষ্কার বার্তা তৃতীয় বলেই তুলে নিলেন ডুপ্লেসির উইকেট।

একই ওভারে আবারো মোস্তাফিজের ধাক্কা, রজত পতিদার খুলতে পারেনি রানের খাতা। প্রথম ওভারে চার রান দিয়ে উইকেট নেন দুইটা। দ্বাদশ ওভারে আবারো মোস্তাফিজকে বোলিংয়ে আনেন কাপ্তান। ওভারের দ্বিতীয় বলে ভিরাট কোহলির উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ আবারো এক বল পর বোল্ট করেন ক্যামেরুন গ্রিনকে। দ্বিতীয় ওভারে দুই রান দিয়ে উইকেট শিকার করেন দুইটা। মুস্তাফিজ পরের দুই ওভারে আর কোন উইকেট শিকার করতে পারেনি।

চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি। প্রশ্নটা উঠতেই পারে মোস্তাফিজকে ব্যবহার করতে পারছে কি বাংলাদেশ?

All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.

Leave a Comment