কেন সাকিব-মোস্তাফিজ দুজন দুই পথে | Shakib-Mostafiz Two Ways

সাকিব মোস্তাফিজ এ যেন মুদ্রার এপিঠ ওপিট। আইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরবেন মোস্তাফিজ। আমেরিকা থেকে দেশে এসে লাল সবুজের জার্সিতে নয় সাকিব খেলবেন বিপিএল। ২ মে চেন্নাই থেকে ফিরে মোস্তাফিজ বিশ্রাম নিবেন আরো ক’দিন। দুই তারকা ক্রিকেটার ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ কিংবা প্রথম দুই লড়াইয়ে নামবে বাংলাদেশ। কেন সাকিব-মোস্তাফিজ দুজন দুই পথে!

২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে তিন দিনের বিশেষ ক্যাম্প এরপরই জিম্বাবুয়ে সিরিজের দল দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডটাও বুঝিয়ে দেবে বিসিবি। সেক্ষেত্রে ১৭ জনের প্রাথমিক দলের সঙ্গে সাকিব আর মোস্তাফিজ এবং সেখান থেকেই বেছে নেবেন ১৫ জনের একটি দল।

বিশেষ ক্যাম্পেইজ স্পিন ইউনিটে আছেন শেখ মেহেদী রিশাদ হোসেন আর তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাইজুল আর নাসুম। নাম নেই অফিস মিনি অলরাউন্ডার মেহেদী মিরাজের। মিরাজ নেই বন্ধু সাইফুদ্দিন জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন বহুদিন পর। বিপিএল ডিপিএল বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও প্রশংসা কুড়িয়েছেন। ঘরোয়া লিগের পারফরমেন্সটাই জাতীয় দলে চাই নির্বাচক কমিটি।

৩ মে চট্রগ্রাম সিরিজে ৫ ম্যাচ সিরিজের ১ম টুয়েন্টি। ছুটি কাটিয়ে ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে। মঙ্গলবার দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন স্পিন গুরু মোস্তাক আহমেদ।

All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best

Leave a Comment