রাজধানীর মধুমিতা সিনেমা হলে ব্লাকে সিনেমার টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। সেই সময় সিনেমার টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকেরা হল ভাঙচুর করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
তুফান সিনেমা দেখতে গিয়ে হল ভাঙচুর! মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে তুফানের সিনেমা চলাকালীন ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার স্ট্যান্ড, চেয়ার ও দরজার কাচ ভাঙচুর করা হয়।
খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন দর্শক হলে জড়ো হয়ে হট্টগোল শুরু করে। এ সময় কয়েকজন উত্তেজিত দর্শক হলের দরজা লাথি মেরে ভেঙে ফেলে। পাথর ছুড়লে দরজার কাচ ভেঙে যায়। দেয়ালে লাগানো পোস্টার ভেঙে ফেলা হয় এবং বিলবোর্ড ভেঙে ফেলা হয়।
এরপর ‘তুফান’ ছবিটি দেখে আসা দর্শকরা অভিযোগ করেন, মধুমিতা সিনেমা হলে দীর্ঘদিন ধরে কালোবাজারি টিকিট বিক্রি হচ্ছে। সোমবার ‘তুফান’ মুক্তির পরপরই পর্যাপ্ত সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। তারপর মঙ্গলবার, মধুমিতা হলে সন্ধ্যা ৬টার শো-এর জন্য জনসাধারণের চাপ বেড়ে যাওয়ায় টিকিটের অভাব দেখা দেয়। কালোবাজারির সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যক্তি। দর্শকরা অভিযোগ করেছেন যে হল প্রশাসনের যোগসাজশে ব্লাকে “তুফান” এর টিকিট বিক্রি করা হয়েছে।
এক পর্যায়ে দর্শকরা টিকিট বিক্রিরত কালোবাজারিদের মুখোমুখি হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই কালোবাজারিকে আটক করে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































