প্রাক্তন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কষ্ট পেয়েছেন বাংলাদেশিদের পরাজয়ে । দক্ষিণ আফ্রিকার থেকে গণমাধ্যমকে জানানো এক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের এমন খেলা জেতা উচিত ছিল। আর সেমিফাইনালে এমন পরাজয়কে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন তিনি।
টাইগারদের একি বললেন কোচ ডোনাল্ড। বাংলাদেশের এই পরাজয় মেনে নিতে পারছেন না অ্যালান ডোনাল্ড। সাদা বিদ্যুতের নামে পরিচিত ডোনাল্ড, তার প্রাক্তন শিষ্যদের খেলা দেখতে খুব ভোরে ঘুম থেকে উঠছিলেন। বাংলাদেশ আফগানিস্তানের কাছে খেলায় হার মেনে নিতে পারছেন না তিনি। যেখানে একটি নির্ধারিত জয় তাদের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করত। টাইগারদের এমন হার দেশের ক্রিকেট সমর্থকরাও মেনে নিতে পারছে না।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেখেছেন কি না জানতে চাইলে ডোনাল্ড বলেন, সকালে ঘুম থেকে উঠে খেলা দেখেছেন। অবিশ্বাস্য খেলা থাকলেও, এমন একটি খেলা যা বাংলাদেশের জেতা উচিত ছিল। সেমিফাইনালে ওঠার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না টাইগারদের জন্য। সত্যিই লজ্জাজনক ব্যাপার।
অধিনায়ক শান্ত জানিয়েছেন, তাড়াতাড়ি তিন উইকেট যাওয়ার পরেই তার দল সেমিফাইনালের লক্ষ্যে খেলতে চায়নি। তবে এই ধরনের সিদ্ধান্ত বোধগম্য না ডোনাল্ডের কাছে, ‘মনে হচ্ছিল সবাই বন্ধ করে দিয়েছে খেলা। কোনো এক অজানা কারণে সবাই পিছিয়ে এসেছিল ম্যাচ থেকে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































