বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চান। ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্টটি ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট। সাকিবের বিদায়বেলায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি তাকে সম্মান জানিয়ে নিজের ব্যাট উপহার দেন।
দেশে ফেরা নিয়ে সাকিবের শেষ বার্তা। গত মঙ্গলবার (১ অক্টোবর) টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর, কোহলি সাকিবের কাঁধে হাত রেখে দীর্ঘ সময় কথা বলেন এবং তাকে তার ব্যাট উপহার দেন। শুধু কোহলি নয়, ভারতের আরেক ক্রিকেটার ঋষভ পান্তও সাকিবকে নিজের ব্যাট উপহার দেন।
কোহলি ও সাকিবের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে প্রশংসার ঝড় তুলেছে। সবাই বলছেন, কোহলি যত বড় ক্রিকেটার, তার চেয়েও বড় মাপের মানুষ।
তবে সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি বিসিবি এবং সরকারের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। তিনি চান, যদি কোনো জটিলতা না থাকে, তাহলে মিরপুরে দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলতে। কিন্তু সাকিবের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি বিসিবির নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
যদি অন্তবর্তীকালীন সরকার পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে, তাহলে সাকিব হয়তো আর দেশে ফিরবেন। আর তা যদি সম্ভব না হয় তাহলে আর দেশে ফেরা হবে না সাকিব আল হাসানের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হবে তার শেষ টেস্ট।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































