রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকে নিয়ে দুঃসংবাদ এসেছে। এমবাপে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে যাচ্ছেন। আলাভেসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে বাঁ পায়ের চোটে আক্রান্ত হওয়ায় তাকে এতদিন বিশ্রামে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাচে চোট
মঙ্গলবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। কিন্তু ম্যাচের ৮০ মিনিটে বাঁ পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় কোচ কার্লো আনচেলত্তি তাকে মাঠ থেকে তুলে নেন। যদিও তখন আনচেলত্তি চোটকে গুরুতর বলে মনে করেননি, তবে ম্যাচ পরবর্তী পরীক্ষার পর জানা গেছে চোট বেশ গুরুতর।
এমবাপেকে নিয়ে দুঃচিন্তা হচ্ছে রিয়ালের। ক্লাবের মেডিকেল টিম জানিয়েছে, এমবাপে বাঁ পায়ের ঊরুর পেশীতে চোট পেয়েছেন, যার কারণে তাকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, পরীক্ষার পর দেখা গেছে কিলিয়ান এমবাপে বাঁ পায়ের পেশীতে আঘাত পেয়েছেন, তবে তার পুরো পুরোপুরি সুস্থ্য হতে আরও কিছু সময় লাগবে।
গুরুত্বপূর্ণ ম্যাচ মিস
এই চোটের কারণে এমবাপে রিয়ালের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন। আগামী রোববার মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে তিনি খেলতে পারবেন না। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিলের বিপক্ষেও তাকে দলে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৬ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচেও এমবাপে মাঠে থাকবেন না।
ফ্রান্সের হয়ে খেলাও অনিশ্চিত
এমবাপের চোটের প্রভাব শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়, ফ্রান্স জাতীয় দলের জন্যও বড় ধাক্কা। অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের নেশন্স লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে—ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে। এমবাপে এই ম্যাচগুলোতেও খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের হয়ে নিয়মিত পারফর্ম করে আসা এই তারকাকে ছাড়াই এবার মাঠে নামতে হবে কোচ দিদিয়ের দেশামকে।
এমবাপের ফর্ম ও রিয়ালের আশা
রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার প্রথম তিন ম্যাচে গোলের দেখা না পেলেও এরপরের পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন এমবাপে। তিনি দ্রুতই দলের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠেছেন। বর্তমানে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি। এমবাপের এমন অবস্থায় তার চোট রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা।
রিয়াল মাদ্রিদ এখন লা লিগার ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে, শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। এমবাপেকে ছাড়া লা লিগার আসন্ন ম্যাচগুলোতে রিয়ালের একটি শূন্যতা দেখা দিতে পারে। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের সমর্থকরা এখন এমবাপের দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায়। ক্লাবের মেডিকেল টিমের ধারণা, আন্তর্জাতিক বিরতির পর এমবাপে ফিরতে পারেন। যদি সবকিছু পরিকল্পনামতো চলে, তবে ২০ অক্টোবর সেল্টাভিগো এবং ২৭ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো ম্যাচে এমবাপেকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































