দীর্ঘ সম্পর্কের পর ঘর বাঁধলেন রণবীর ও দীপিকা। তবে বিয়ের আগের এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, যদি কখনো তার মনের মানুষটির সঙ্গে বিয়ে হয়, তাহলে বিয়ের পর তিনি অভিনয় থেকে বিরত থাকবেন, বিয়ে করে সংসারে মনোযোগী হবেন।
কেনো অভিনয় ছাড়তে চাইলেন দীপিকা! জানা যায় সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য অভিনয় ছেড়ে দিতে হলেও তিনি তাই করবেন। দীপিকা আরও বলেন, একাধিক সন্তান নিতেও তার কোনো সমস্যা নেই।
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সুখী দম্পতি। কয়েক মাসের মধ্যে তারা তাদের প্রথম সন্তানের বাবা-মা হবেন। এ বিষয়টি নিয়ে তাদের আনন্দের সীমা নেই। চলতি বছরের মার্চে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মা হওয়ার খবর ঘোষণা করেন রণবীর।
অভিনেত্রীর একটি পুরনো ভিডিও আবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপর থেকেই দীপিকার ভক্তরা বেশ চিন্তিত। কিন্তু মা হওয়ার পর কি অভিনয় থেকে অবসর নেবেন তিনি? দীপিকার ভক্তদের মাথায় এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত।
গণমধ্যমের এক সাক্ষাত্কারে, দীপিকা বলেন, তিনি যদি কখনও তার হৃদয়ের মানুষটির খোঁজ পান, তাহলে তিনি বিয়ে করবেন এবং অভিনয় থেকে বিরত থাকবেন। প্রয়োজনে, তিনি একটি সুখী দাম্পত্য জীবন গড়তে অভিনয় ছেড়ে দিতে প্রস্তুত।
তিনি আরও বলেছেন যে, তিনি দাম্পত্য জীবন উপভোগ করার জন্য বেশি বেশি সন্তান নিতে প্রস্তুত। রণবীর ও আমি বাচ্চাদের খুব পছন্দ করি। আমরা আমাদের পরিবারে একজন নতুন অতিথিকে আনার জন্য অপেক্ষা করছি।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































