লিওনেল মেসি কোপা ফাইনালেও কেঁদেছিলেন ২০১৬ সালে। আবারো দীর্ঘ আট বছর পর কাঁদলেন তিনি। দুই সময়ের কান্নায় ছিল আকাশ-পাতাল ব্যবধান! আর্জেন্টিনাকে চিলির সাথে হেরে বিদায় নিতে হয়। এবার ৬৩ মিনিটের মাথায় এসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় মেসেকে। নির্ঝরে কেঁদেছেন মেসি কিন্তু এবার মেসিহীন আর্জেন্টিনা জিতল। লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনাকে জেতালেন। এরপর মেসি হাসলেন। হাসলেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। এই হাসিই ছিল ডি মারিয়ার শেষ হাসি। হাসতে হাসতেই বিদায় নিলেন। কলম্বিয়াকে গোলে হারানোর আগেই নিশ্চিত ছিলেন অবসরে যাবেন তিনি। মেসি কোপা জয়ের ঘোষণা দিয়েছিলেন। সেই কথা রেখেছেন তিনি। আর্জেন্টিনা কোপা জিতবে, সেটা আগেই স্বপ্নে দেখেছিলেন ডি মারিয়া।
কি এমন স্বপ্ন সত্যি হলো ডি মারিয়ার। কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে অনেক ঝামেলা হয়েছিল। টিকিট না থাকা সত্ত্বেও ভক্ত ও দর্শকরা স্টেডিয়াম ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েন। যার ফলশ্রুতিতে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হয়ে ১ ঘণ্টা ২০ মিনিট পর ফাইনাল শুরু হয়। খেলার প্রথম দিকে দাপট দেখায় কলম্বিয়া। পরে আর্জেন্টিনা তাদের নিজ ছন্দে ফেরে। দ্বিতীয়বারে কোপা আমেরিকা জয়ের পর ডি মারিয়া জানায়, এই জয় আগেই লেখা ছিল। আমি তা স্বপ্ন দেখেছিলাম। দলে থাকা সবাইকে এই বিষয়ে বলেছিলাম। আমার খুব আনন্দ হচ্ছে।
কোচ লিওনেল স্কালোনি ডি মারিয়াকে আর্জেন্টিনা জার্সি পরে আরও কিছুদিন খেলতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, ডি মারিয়া আমাদের জন্য খুব ভাল ম্যাচ খেলেছে, তবে এই খেলাটি সব থেকে সেরা ছিল। খেলায় যখন তার পা চলছিল না, তখনও সে পচিঁশ বছরের তরুণের মতো খেলছিল। তিনি একজন কিংবদন্তি। আমি তাকে প্রায়ই জিজ্ঞাসা করতাম। কিন্তু ফেরার উপায় নেই। আমরা চাই ডি মারিয়া আরও একটি ম্যাচ খেলার পর অবসরে যাক। তাহলে তাকে সংবর্ধধনা জানানো যাবে। এই সম্মান তার প্রাপ্য।
কোপা আমেরিকার পর বিশ্বকাপ, এবার আবার কোপা জিতলো আর্জেন্টিনা। গত চার বছরে আর্জেন্টিনা চারটি ট্রফি জিতেছে এরমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কলেছে ডি মারিয়া। তিনি জানান, দেখে সহজ মনে হলেও এত ট্রফি জেতা মোটেও সহজ নয়। এই প্রজন্মের ভক্তদের কাছে চির কৃতজ্ঞ। তারা আমাদের উল্লাস করার জন্য সুযোগ করে দিয়েছেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































