গত ১০ দিনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ছয়টি চলচ্চিত্রের নাম নিবন্ধন করেছে। গত কয়েকদিন আগে আয়নাঘর নামে সিনেমা সমিতিতে নিবন্ধিত হয়। নিবন্ধিত হওয়ার পর থেকেই ছবিগুলো করার হিড়িক চলছে।
বদিউল আলমের ‘ভয়ংকর আয়ানাঘর’ জয় সরকার নির্মাণ করবেন ‘আয়ানঘর’ এবং জানেসার উসমান নির্মাণ করতে যাচ্ছেন ‘আন্ধকারের আয়নাঘর’ আর ইতিমধ্যে তারা সমিতিতে চলচ্চিত্রের নাম নিবন্ধন করেছেন ও প্রযোজনার চুক্তি করেছেন।
হারুনের ভাতের হোটেল নামে হচ্ছে সিনেমা। এবার ‘হারুনের ভাতের হোটেল’ ছবির জন্য তালিকায় নাম লেখালেন অভিনেতা জাদু আজাদ। বেলাল সানির ‘পরিবর্তন’ ছবি নির্মাণের জন্যেও আাবেদন করেছেন।
যাদু আজাদ আরো বলেন, চলচ্চিত্র নির্মাণের সময় আমরা কোন রকম আপস করি নাই বা ভবিষতে সত্য তুলে ধরতে আপস করবো না। ছবিতে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো ভাবা হয়নি। তবে ভাল কিছু উপহার দিতে পারবো আশা রাখতে পারেন।
শেখ হাসিনার শাসনামলে ডিবির সাবেক এক কর্মকর্তা ডিবি অভিসার হারুন-অর-রশিদ তার অফিসে ভাত খাওয়াতেন। তিনি অফিসে আসা অতিথিদের বা বন্দীদের বিনোদনের ছবি এবং ভিডিও ফেসবুকে পোস্ট করে জানান দিতেন। হাইকোর্টও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে গোয়েন্দা অফিসকে হারুনের ভাতের হোটেল বলে ডাকতেন। আর তাই ভিন্ন কিছু সত্য নিয়ে দর্শকদের আনন্দ দিতে চাই।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































