২০২৩ সালের জানুয়ারীতে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার পর সৌদি আরবের ক্লাব আল নাসরে চলে আসেন। এরপর থেকে একের পর এক যোগ দিয়ে আল নাসরকে চমকে দিয়েছেন ইউরোপ বিখ্যাত অনেক ফুটবলার।
এই তালিকায় আছেন নেইমার, করিম বেনজেমাসহ আরও অনেকে। এই ফুটবল তারকারা সৌদি আরবের জন্য ইউরোপীয় ক্লাব ছেড়ে কী পরিমাণ অর্থে সেখানে যাচ্ছেন তা ভক্তদের আগ্রহকে বাড়িয়ে দিয়েছে। অবশেষে ভক্তদের আগ্রহ মিটেছে। সৌদি লীগে খেলা ফুটবলারদের বেতনের তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
সৌদি আল নাসরে কার বেতন কত। এই তালিকার শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি আল নাসরের কাছ থেকে বার্ষিক ২০ মিলিয়ন ইউরো বেতন পান। দ্বিতীয় স্থানে থাকা নেইমারের বেতন অর্ধেক। একইসাথে ১০ কোটি টাকা পেয়েছেন ব্রাজিলিয়ান ও ফরাসি বেনজেমা এই দুই ফুটবল তারকা।
প্রাক্তন ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ ৫.২৫ মিলিয়ন ইউরো বেতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। আর সাবেক লিভারপুল তারকা সাদিও বার্ষিক ৪ মিলিয়ন ইউরো আয় করেন।
আগামী মৌসুমে সৌদি লীগে আরো অনেক খেলোয়াড় যোগ দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। তাদের মধ্যে আছেন ক্যাসেমিরো, এলসন, অ্যালিসন বেকার এবং কেভিন ডি ব্রুইনের মতো ফুটবল তারকারাও। এছাড়া লিওনেল মেসি, আন্তোনিও রুডিগারসহ অনেকেই প্রস্তাব পাওয়ার পর যোগ দেননি।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































