নাগ আশ্বিনের কল্কি ২৮৯৮ এডি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। এই বছরের প্রথম ছবি যার আয় ৫০০ কোটি ছাড়িয়েছে। ছবিটি ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই মাসেই ছবিটি ওটিটি-তে মুক্তি পাবে।
হিন্দুস্তান টাইম জানায়, এবারের প্রেক্ষাগৃহে ছবিটি নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে।
রেকর্ড গড়ল প্রভাসের কল্কি সিনেমা। নতুন তথ্য অনুযায়ী, আয়ের দিক থেকে শাহরুখ খান অভিনীত গত বছরের ‘জওয়ান’-কে ছাড়িয়ে গেছে ‘কল্কি’।
কল্কি সিনেমাটি ৪০ দিনে ৭৬০ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে, অ্যাটলির জওয়ান ৭৫০ কোটি টাকার কিছু বেশি আয় ছিল।
ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। কল্কি ২৮৯৮ সিনেমাটি ২৭ জুন মুক্তি পাওয়ার পর। ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি সংগ্রহ করেছে। এর মধ্যে, তেলেগু সংস্করণ থেকে ৬৪.৫কোটি রুপি এবং ২৪ কোটি রুপি হিন্দি সংস্করণে আয় করেছে কল্কি।
“কল্কি ২৮৯৮ এডি” সিনেমার পরিচালক নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রভাস, ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন , অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেতা কমল হাসান ও দিশা পাটানি। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন দুলকার সলমন, মৃণাল ঠাকুর, এসএস রাজামৌলি, বিজয় দেবরাকোন্ডা, ও রাম গোপাল ভার্মা।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































