বাংলাদেশের রাজনৈতিক চিত্র এখন উত্তপ্ত। চারদিকে স্লোগানে ভরপুর। কোটা সংস্কার আন্দোলন একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। এক দফা এক দাবীতে এবার সাধারণ শিক্ষার্থীরাও রাজপথ রঞ্জিত করছেন। শিক্ষার্থী হত্যার বিচারসহ চলমান আন্দোলনে ৯ দফা দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
এমন আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছে দেশের সর্বস্তরের মানুষ ও নানা পেশার মানুষ। অনেক ক্রীড়াবিদও এই আন্দোলনে অংশ নেন। এই নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গতকাল বিকেলে এক বার্তায় সমর্থন জানায় জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার আসলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদুল্লাহ রিয়াদ।
ক্রিকেটার মাহমুদউল্লার খুদে বার্তা। তবে মাহমুদউল্লাহ তার দেওয়া সংক্ষিপ্ত স্ট্যাটাসে সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি। তিনি লিখেছেন, আমরা সর্বদা ন্যায়ের পথে আছি এবং থাকব, ইনশাআল্লাহ। আমরা সবাই ন্যায়বিচার চাই। সর্বোপরি, পৃথিবী আমাদের সকলের, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারক।
বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারকে উৎখাতের পদক্ষেপের ঘোষণা দেওয়ার সময়ই মামাহমুদউল্লাহ রিয়াদ নিজের মন্তব্য প্রকাশ করেছেন ফেসবুকে। শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম।
এদিকে মাহমুদ উল্লাহ রিয়াদ ফেসবুকে বার্তা পোস্ট করার পর কমেন্ট সেকশনে কড়া সমালোচনা হয়। অনেকেই তার দীর্ঘ নীরবতার সমালোচনা করেছেন। অদ্ভুত সব মন্তব্য আসতে থাকে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































