অনেক চড়াই-উতরাইয়ের পর রিয়াল মাদ্রিদেই অবশেষে যোগ দিতে যাচ্ছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি বছরের জুনে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে ফরাসি তারকাকে কিনে নেয় স্প্যানিশ জায়ান্টরা। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান সান্তিয়াগো বার্নাব্যু। তাকে সত্যিকারের রিয়ালের জার্সিতে মাঠে দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন সবাই।
এমবাপ্পে রিয়ালের জার্সিতে খেলতে চান। গণমাধ্যম থেকে জানা যায় যে, ক্লাবের ব্যবস্থাপনা কোচ কার্লো আনচেলত্তি এবং এমবাপ্পে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন, ঠিক কবে এমবাপ্পে ইনজুরি থেকে পুরোপুরি সেরে মাঠে ফিরবেন। তবে ১৪ই আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে।
এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক সম্পর্কে বলেছেন, আমি ডাক্তারদের পরামর্শ নিচ্ছি। দেখা যাক ডাক্তাররা কি করেন। আমি অবশ্যই সুপার কাপ খেলব আশা করছি। বাকিটা নির্ভর করছে কোচের ওপর। আমি আমার প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।
কোনো কারণে এমবাপ্পে আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপে না খেললে সরাসরি স্প্যানিশ লা লিগায় চলে যাবেন এমবাপ্পে। স্প্যানিশ এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা ১৮ আগস্ট ম্যালোর্কার বিপক্ষে মৌসুম শুরু করবে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































