বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন অব্যবস্থাপনা ও দুঃশাসনের অবসান হয়েছে। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে ভারতে চলে যান।
এ সময় দেশের সব শ্রেণি-পেশার সাধারণ মানুষ দলে দলে জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। জাতীয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।
দেশ গঠনে হানিফ সংকেতের বার্তা। তিনি জানায়, আমি এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের জীবন দিয়ে কেনা আমাদের বিজয়। এই হত্যার জন্য তাদের আত্মার শান্তি ও ন্যায়বিচার কামনা করছি।
১৯৫২, ১৯৬৯ এবং ১৯৯০ সালের মতো ২০২৪ সালেও ছাত্ররা গণআন্দোলনের পুরোভাগে নেতৃত্বে ছিলেন। ছাত্র আন্দোলন কখনো পরাজিত হয়নি। এবারও তা প্রমাণ করলেন শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি একটি নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক সরকার দেখতে চাই। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো।
এদিকে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (চাঁদপুর সদর উপজেলা) বিশিষ্ট নেতা ও বালুখেকো নামে পরিচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর এলাকা ছেড়ে বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে গেলে লোকজনের তোপের মুখে পড়েন তারা।
এরপর সে তার নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু কাছের বাগার বাজারে গিয়ে ভিড়ের মুখোমুখি হয়। এরপর সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে লোকজন হত্যা করে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































