ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলী, শুরুতেই থাকবে এই তারকার নাম। ক্রিকেট খেলার পাশাপাশি বল হাতেও বেশ দক্ষ এই ক্রিকেটার। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
কেনো ক্রিকেট খেলবেন না মঈন আলী। ৮ সেপ্টেম্বর রোববার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেটইনফোর তথ্য মতে, কয়েকদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছিল যে মঈনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা দেওয়া হয়নি। ইসিবি মঈনকে অবসরের ইঙ্গিত দিয়েছে।
বিদায়ের বিষয়ে মঈন বলেন, আমার বয়স ৩৭ বছর এবং এই মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য দলে জায়গা দেওয়া হয়নি। ইংল্যান্ডের হয়ে অনেক ম্যাচ খেলেছি। এখন পরবর্তী প্রজন্মের পালা, যেমনটি আমাকে আগেই বলা হয়েছে। আমিও ভেবেছিলাম এখনই সঠিক সময়। আমি আমার কাজ শেষ করতে পেরেছি।
মঈন আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান। তিনি আরো বলেন, আমি কোচিংয়ে যেতে চাই। আমি এখানে সেরাদের একজন হতে চাই। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি ও শিখছি। আমি আশা করি সবাই আমাকে একজন স্বাধীনচেতা মানুষ হিসেবে চিনবে। আমি আমার ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, আবার কিছু খারাপও খেলেছি। আমি আশা করি মানুষ আমার খেলা উপভোগ করবে।
মঈন ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্টে ২০৪ উইকেট নিয়েছেন এবং তার রয়েছে ৫টি সেঞ্চুরি। তিনি ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































