অভিনয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম অর্জন করে যাচ্ছে শাকিব খান। শাকিবের ব্যবসায়িক রিমার্ক প্রতিষ্ঠান দেশের প্রান্তিক ব্যবসায়ীদের জন্য বড় এক উদ্যোগ নিয়েছেন। যার ফলে অদূর ভবিষ্যতে ব্যবসায়ীরা নানারকম সুবিধা পাবেন।
পণ্য কিনলে টাকা ফেরত দেবে শাকিব খান। শনিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন নায়ক শাকিব খান। অথেনটিক কসমেটিকসের রিটেইল স্টোর রিমার্কের প্রধান শাকিব খানের পাশাপাশি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরী মণি, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরি, কেয়া পায়েলসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক ইমন।
শাকিব খান বলেন, ছোট ব্যবসায়ীদের বিপদ আপদে সঙ্গী হতে রিমার্ক তৈরী করেছে ‘আপনজন’। এটি এমন একটি কোম্পানি যেখানে ব্যবসায়ীরা সদস্যপদ লাভ করতে পারবেন। ‘আপনজন’এ থাকা কোন সদস্য এক বছরে যত টাকার পণ্য ক্রয় করবেন, ঠিক তত টাকার পণ্যে আর্থিক সহায়তা পাবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আপানজনের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যবসায়ী পারিবারিক সংকটের সময় আর্থিক সহায়তা পাবেন। সংবাদ সম্মেলনে ইমন বলেন, আপানজন সদস্যদের মৃত্যু হলে সদস্যরা বছরের কেনা সমস্ত পণ্য টাকা ফেরত পাবেন এবং আর্থিক সহায়তা পাশাপাশি বকেয়া টাকাও মওকুফ করা হবে।
সংবাদ সম্মেলনে শাাকিব খান আরো জানায়, দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। কারণ তারাই প্রান্তিক পর্যায়ে পণ্য পোঁছিয়ে দেন। তাই তার মৃত্যু মানে শুধু কোম্পানি বন্ধ হয়ে যাওয়া নয়, বড় একটি কোম্পানি স্বপ্নপূরণের মাঝপথে মৃত্যুও। সংবাদ সম্মেলনে উপস্থিত পরী, মিম, দীঘি, পূজা চেরি ও কেয়া পায়েল জানান, রিমার্ক পণ্যের অ্যাম্বাসেডর হতে পেরে তারা গর্বিত।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































