দেশীয় শোবিজের অন্যতম জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে পরিচিতি পেলেও, সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক নজর কেড়েছেন তিনি। নিজের কাজ সর্বদা আন্তরিক ও নিষ্ঠার সাথে করে আসছেন। পটাকা শিরোনামের একটি গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি, যা তাকে আরও বেশি আলোচনায় নিয়ে আসে।
কয়েক মাস ধরে বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশ ভ্রমণের নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন। তবে সম্প্রতি হঠাৎ করেই এক রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ফারিয়া লেখেন, মানুষ হিসেবে আমাদের বোধশক্তির অবক্ষয় এতটাই গভীর, যা আমাকে ভীত করে তোলেছে। দিন দিন ভালো-মন্দ বিচারের ক্ষমতা হারিয়ে যাচ্ছে। যা প্রতিনিয়ত দেখছেন, সেটি কতটা সত্য আর কতটা মিথ্যা, তা বুঝতে না পারা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মস্তিষ্ক বন্ধ করে রেখে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, আমাদের উচিত পর্যবেক্ষণের ক্ষমতা ফিরিয়ে আনা। আশা করি, এটি খুব কঠিন হবে না।
নুসরাত ফারিয়ার রহস্যময় ক্ষুদে বার্তা। এই স্ট্যাটাসে তিনি কোনো নির্দিষ্ট বিষয় উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ফারিয়া মানুষকে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। এতে মানুষ অনেক সময় বিভ্রান্ত ও ক্ষতির শিকার হয়। ফারিয়া সম্ভবত এই বিষয়েই সবাইকে সতর্ক করতে চেয়েছেন।
নুসরাত ফারিয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আশিকী, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, বস-টু, বাদশা দ্য ডন, এবং বিবাহ অভিযান।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































