প্রথমবার বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নে বিশাল ভূমিকা রাখেন নারী ফুটবলার কৃষ্ণা রানী। সদ্য শেষ হওয়া নারী লিগে কয়েকটি খেলা খেলেছেন তবুও ব্রিটিশ কোচ পিটার বার্টলার কৃষ্ণা রানী সরকারকে চাইনিজ তাইপের বিপক্ষে ঘোষিত দলে রাখেননি।
ইনজুরির কারণে জাতীয় দলে ডাক না পাওয়া টাঙ্গাইলের এই ফুটবলার বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনকে যথাযথ চিকিৎসা না পাওয়ার জন্য দায়ী করেছেন।
বাফুফের বিরুদ্ধে নারী ফুটবলারের অভিযোগ। গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিশাল স্ট্যাটাসে নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেন এই তারকা ফুটবলার। ২০২২সালে, সাফ চ্যাম্পিয়ন হওয়ার সময় তিনি চোট পেয়েছিলেন। প্রায় দেড় বছর কেটে গেছে। কৃষ্ণার পা আগের চেয়ে ভালো। কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। এটা নিয়ে অনুশীলন করতে খুব কষ্ট হয়। কৃষ্ণা বলেন, বাফুফে ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসাধীন আছি। ব্যথা নিয়েই অনুশীলন করে যাচ্ছি। আমি দেশে অনেক ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু কাজ হয়নি। ২০২৩ সালে, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওথেরাপিস্ট দেবাশীষ চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। তিনি আমাকে প্রায় দীর্ঘদিন দেখেছেন। স্যার বলছেন চিকিৎসার জন্য আমাকে অস্ট্রেলিয়া কিংবা ভারতে যেতে হবে। পরে বাফুফেকে এই বিষয়ে বললাম, ওনারা বলেন আরও কিছুদিন দেশের ডাক্তার দেখাতে। তারা আমার কথা কোনো গুরুত্ব দেয়নি।
২০১৩ সালে অনূর্ধ্ব-১৪ দলে যোগদানের সুযোগ পেয়েছি এবং ২০১৪ সালে, আমি জাতীয় দলে যোগদানের সুযোগ পেয়েছি। তারপর থেকে ২০২২ সাল পর্যন্ত, আমি একটানা প্রায় ১০ বছর জাতীয় দলের হয়ে খেলেছি। আমি বেশ কিছু ছোটখাটো ইনজুরিতে পরেছি। কিন্তু হঠাৎ করে এমন গুরুতর চোট পাবো তা কখনো ভাবিনি। দীর্ঘ বিরতির পরেও, আমি ব্যথা অনুভব করি। এই ব্যথা নিয়েই খেলা চালিয়ে যাচ্ছি। আমি যখন চীনে এশিয়ান গেমসে গিয়েছিলাম, তখন আমি বেঞ্চে বসে তিনটি খেলা দেখেছি। আমি পরপর দুটি টুর্নামেন্ট থেকে বাদ পড়েছি। একজন খেলোয়াড় হিসেবে এটা খুব দুঃখজনক।
একমাত্র সমস্যা হল, কোনো খেলোয়াড় বা কোচকে বলতে দেখিনি যে কৃষ্ণা ইনজুরিতে তার দ্রুত চিকিৎসা করা উচিত। কারো মাথাব্যথা নেই। ১০ বছরের কঠোর পরিশ্রম চোখের পলকে শেষ হয়ে গেল। আমি অনেক খেলোয়াড়কে এভাবে হারিয়ে যেতে দেখেছি। মনে হয় এই দিনটি কৃষ্ণার বেশি দিন নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে ভেঙে না পরি। আগের মতোই যেনো আবারে মাঠে ফিরতে পারি।
মনের কিছু কথা জমা ছিলো তাই বললাম, কারো খারাপ লাগলে ক্ষমারে চোখে দেখবেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































