দেশের মেধাবী নির্মাতাদের মধ্যে একজন হলেন আশফাক নিপুন। ছোট পর্দায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভক্তদের মন কেড়েছেন বেশ কিছু ওয়েব সিরিজ নির্মণের মাধ্যমে। যার মধ্যে বেশি জনপ্রিয় ‘মহানগর’ সিরিজটি। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও এর মন কেড়েছে সবার।
মহানগর ওয়েব সিরিজটি ২০২১ সালের জুন মাসে মুক্তি পায়। এই সিরিজের চরিত্রটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। ‘ওসি হারুন’ নামে এক চরিত্রে তিনি অভিনয় করেন। এই সিরিজটিতে অভিনয় করার জন্য তিনি বাড়িতে থাকতে পারেননি। তাকে বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশনকে এক সাক্ষাৎকার দেন ছোট পর্দার পরিচালক নিপুন।
মহানগর সিরিজে যে সমস্যায় পড়েন নির্মাতা। নিপুন গণমাধ্যমকে জানান, ওয়েব সিরিজ ‘মহানগর’ দুই বাংলার কাছেই বেশ জনপ্রিয়। এই সিরিজ নির্মাণের পর আমারও অনেক সমস্যা হয়েছিল। আমি কখনো মিডিয়ায় এ নিয়ে কথা বলিনি। তবে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কাজ চালিয়ে যেতে চাই। এই জায়গা সম্পর্কে আমি এতটুকু বলতেই পারি, সেটা হল ‘মহানগর’ সিরিজের সাফল্য উদযাপন করতে একটি পার্টির আয়োজন করি এক মাস পর। ঠিক তার একদির পর আমাকে একটি প্রতিষ্ঠান অচেনা নাম্বার থেকে ফোন করেছিল। তারা আমাকে তাদের অফিসে আসতে বলেন, আমি ঢাকায় নেই বলে জানাই। তারপর তারা আমাকে বলে যে, আপনার অবস্থান তো ঢাকাতেই দেখাচ্ছে।
তারপর আমি বললাম কখন আসতে হবে বলুন। এই কথা শুনে সে রাগ করে ফোন কেটে দেয়। তারপর আমি অন্য নম্বর থেকে ফোন করে রাগান্বিত কন্ঠে তাদের অফিসে যাই। এরপর নিয়মিত সে অফিসে আমাকে যেতে হতো। তখন আমার আইনজীবী আমাকে বাড়িতে থাকতে নিষেধ করেন। বাড়িতে থাকলে সমস্যা হতে পারে বলে জানান তিনি। কিছুদিন লুকিয়ে থাকার অনুরোধ করেন তিনি। গল্পের মাধ্যমে এই পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরতে চাই।
পরবর্তী ঘটনা সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি নির্মাতা। ভবিষ্যতে তার সাথে যা হয়েছে তা নিয়ে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। এরপর এই প্রযোজক ‘মহানগর ২’ নামে একটি ওয়েব সিরিজও প্রকাশ করেন। আশফাক নিপুণ জানান, এই সিরিজ করতে গিয়েও তিনি বেশ কয়েকবার সমস্যায় পড়েছিলেন। মহানগর ২-তে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, মোস্তাফিজুর নূর ইমরান, খায়রুল বাসার প্রমুখ।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































