সুরের জাদুতে ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। চলতি মাসের ২০ জুলাই ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। সেখানে তার নিজের মুগ্ধকরী কণ্ঠে শ্রোতাদের মাতাবেন তিনি।
এবার ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান। বাই হেয়ার নাউ নামের একটি ই-কমার্স সাইট বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্পীকে একমাত্র তারাই ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি জানাই, এ মাসের ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের জাদুকরী সুরে মুগ্ধ হতে চলে আসুন। ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসে রাহাত ফাতেহ আলী খান এর একটি ভিডিও পোস্ট করা হয়। সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি রেজিস্টেশন চলছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠান বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি বলেন, রাহাত ফাতেহ আলী খান আসতেছেন। যারা তার গান এনজয় করতে চান তাদের প্রি রেজিস্টেশন চলছে। এরপর টিকিটের মূল্য এবং ভেন্যু জানিয়ে দেয়া হবে।
গত মাসের ৭ জুন ভারতীয় অভিনেতা অর্জুন রামপালকে নিয়ে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল। এরপর সংগীতশিল্পী লাকী আলীকে ঢাকায় এনে তাক লাগিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার গুণী শিল্পী রাহাত ফাতেহ আলী খানকে আনতে চান তারা।
রাহাত ফাতেহ আলী খান দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া একজন শিল্পী। পাকিস্তানের পাশাপাশি ভারতেও অনেক গানে কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া গানের মধ্য কাওয়ালি সঙ্গীত বিশ্বজুড়ে বিখ্যাত।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































