সাকিব আল হাসানের জন্য মাঠের সময়টা ভালো যাচ্ছে না। চোখের সমস্যার পর আঙুলের চোট তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে। মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যে রয়েছেন টাইগার অলরাউন্ডার। এবার শেয়ার বাজারে কারসাজির অভিযোগে শিরোনাম হয়েছেন তিনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে।
কোনো সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা হল।
আজ (মঙ্গলবার) বিএসইসির ৯২৩তম কমিশন সভায় সাকিবসহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে তাদের সবাইকে মোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সাকিবের ক্যারিয়ারে বিতর্ক নতুন কিছু নয়। তবে এর আগে কখনো তিনি ফৌজদারি মামলার আসামি হিসেবে আদালতে দাঁড়াননি। সম্প্রতি তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা তার জন্য বড় একটি দুশ্চিন্তার বিষয়। মামলাটি একজন গার্মেন্টসকর্মীর হত্যার সঙ্গে জড়িত থাকায়, সাকিবকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে সাকিবকে জামিন পেতে আদালতে উপস্থিত থাকতে হতে পারে।
এ ছাড়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে এই হত্যামামলার ফলে তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছে। বর্তমানে তিনি ভারতে দলের সঙ্গে আছেন, তবে এই অভিযোগ তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































