এবার দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমা দেখতে পাবেন। গত বুধবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘তুফান’।
এবার চরকিতে শাকিবের তুফান সিনেমা। ১৯ সেপ্টেম্বর শাকিব খান ভক্তদের জন্য মুক্তি পাবে তুফান। ঘরে বসে যে কেউ যে কোনো সময়, একটানা বা বিরতি দিয়ে, নিজ জায়গায় যেভাবে খুশি সেভাবেই মুভি দেখতে পারবে শাকিব ভক্তরা।
গত ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে আলোচনায় আসে শাকিব খান অভিনীত তুফান চলচ্চিত্রটি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী নাবিলাকে।
ওটিটি প্লার্টফর্মে রিলিজ নিয়ে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। চরকিতে ‘তুফান’ মুক্তি পাওয়ায় দেশ-বিদেশের দর্শকরা বাড়িতে বসেই ছবিটি দেখতে পারবেন। সিনেমাটি দেখতে দর্শকদের আগ্রহ অবশ্যই চরকিতে প্রতিফলিত হবে।
ছবিটির পরিচালক রায়হান রাফি বলেন, তুফান এমন একটি সিনেমা যা বারবার দেখা উচিত। আমরা বড় পরিসরে ছবিটির শুটিং করেছি। দেশের দর্শক কতটা ধৈর্য ধরে ছবিটি দেখছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বোঝা যায়। তুফান সিনেমা বিদেশে বা অন্যান্য ভাষীদের দেখারও ব্যাপক আগ্রহ রয়েছে। চরকিতে ছবিটি মুক্তির মধ্যে দিয়েই দর্শকরা এই আগ্রহ মেটাতে পারবেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































