মাঠে ও মাঠের বাইরে নানা বিষয়ের কারণে আজ দল থেকে সাকিবের বাদ পড়ার প্রশ্ন উঠেছে। চেন্নাইয়ে টেস্ট হারের পর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রেস বক্সে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অধিনায়ক নাজমুল হাসানকে।
সাকিবকে বাদ দেওয়ার প্রশ্নে শান্তর উওর। বাংলাদেশ থেকে সিরিজটি কভার করতে আসা এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো নড়েচড়ে বসতে হয় তাকে। তারপর তিনি হেসে বলেন, এটি একটি খুব দুঃসাহসী প্রশ্ন! মাশাআল্লাহ! অধিনায়ক হিসেবে আমি যা দেখছি, শুধু ‘সাকিব ভাই’ বলছি না, আমি দেখি কে কতটুকু পারফর্ম করে। আমি জানার চেষ্টা করি কোন ক্রিকেটার দলকে কতটা দিতে ইচ্ছুক, শতভাগ দিতে চাচ্ছে কি না।
অধিনায়ক নাজমুল আরো বলেন, নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবাইকে আমি একই চোখে দেখার চেষ্টা করি। আমি মনে করি, সে কীভাবে প্রস্তুতি নেয়, দলের সঙ্গে কেমন আচরণ করে, দলকে ভালো কিছু দেওয়ার জন্য সে যথাযথভাবে প্রস্তুতি নেয় কি না, সেটাই গুরুত্বপূর্ণ। আমি এসব দেখে খুশি।
সাকিবের ইনজুরি ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তবে নাজমুল সরাসরি ব্যক্তিগত অর্জনের কথা না বলে, বরং পুরো দলকে নিয়ে কথা বলেন। তিনি বলেছিলেন, আমার আঙুলে ব্যথা পেয়েছিলাম , তাই টেপ পেঁচিয়ে খেলেছিলাম। তবে আমি নিজেকে নিয়ে খুব বেশি চিন্তা করি না কারণ একটি দলের সবার পারফরমেন্সের জন্য খেলায় জয়ী হওয়া সম্ভব।
নাজমুল এই কথাগুলো শুধু সাকিবকে নিয়েই নয়, পুরো দলের পারফরম্যান্স নিয়ে বলেন এবং দলের সব খেলোয়াড়ের প্রস্তুতি ও নিষ্ঠায় তিনি খুশি বলে আশ্বস্ত করেছেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































