বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান যেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হচ্ছিল, সবকিছুই কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন রূপ নেয়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিংয়ে ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এ কারণে শেষটাই কি হবে তা বিবেচনা করেছিলেন অনেকেই। তবে এসব ভুল প্রমাণ করে শেষ ম্যাচে রানে ফিরেছেন সাকিব।
ম্যাচসেরা সাকিবকে যা বললেন শিশির! সুপার এইটের লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সাকিব। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতে উইকেট মিস করলেও ৩০ রান দিতে হয় বিসর্জন। ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ের দিনে ম্যাচ সেরার পুরস্কারও পান সাকিব।
সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে লিখেছেন অলরাউন্ডারের স্ত্রী উম্মে আল হাসান শিশির। তিনি খেলায় সাকিবের সেরা পারফরম্যান্সের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘ফেইথ’। সেটা হল বিশ্বাস। আর সাথে দিয়েছেন লাভ ইমুজি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই শাকিবের সঙ্গে দেখা যায় শিশিরকে। তিনি আত্মবিশ্বাস জাগিয়েছিলেন, বিশেষ করে সাকিবের জন্য কঠিন সময়ে। এবার তিনি হয়তো এককথায় ‘বিশ্বাস’ লিখেছেন এটা দেখানোর জন্য যে তিনি তার বিশ্বাস হারাননি।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































