বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বলিউডে উৎসব চলছে তার বিয়ে ঘিরে। গত ২১শে জুন শুক্রবার সন্ধ্যায় গায়ে হলুদের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। আজ ২৩ জুন পাত্র জহির ইকবালের বাড়িতে বিয়ে সম্পন্ন হবে রেজিস্ট্রির মাধ্যমে।
কাকে বিয়ে করছেন অভিনেত্রী সোনাক্ষী! তার বিয়ে সম্পর্কে জানা যায়, সোনাক্ষী যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করছেন। তাই এটা খুব ভাল সংবাদ। এদিকে বিয়ের জন্য ছেলের বাড়িতে অতিথিরা এসে হাজির হয়েছেন। শত্রুঘ্ন সিনহাও এসেছিলেন। তাই সে সময়টা বিয়ে বাড়িতে খুবই আনন্দের মুহূর্ত ছিল।
সোনাক্ষীর গায়ে হলুদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল দীর্ঘদিন থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও দুজনের কেউই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সোনাক্ষী এবং জহির ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে তাদের মধ্যে সম্পর্ক এর আগে থেকেই ছিল। এবার বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন তারা।
সোনাক্ষী ও ইকবালের বিয়ের আয়োজন কোনো ধর্ম অনুযায়ী হবে না। বিয়ের পর সোনাক্ষী তার ধর্ম পরিবর্তন করবেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এই বিষয়টি নিয়ে সোনাক্ষীর হবু শ্বশুর বলেছেন, সোনাক্ষী ধর্মান্তরিত হচ্ছেন না। কারণ আমি মানবতায় বিশ্বাসী। সেই সাথে বিবাহ হল হৃদয়ের মিলন। এখানে কোন ধর্ম নেই। হিন্দুরা ভগবানকে বিশ্বাস করে আর মুসলমানরা বিস্বাস করে আল্লাহকে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। জহির ও সোনাক্ষীর প্রতি আমার আশীর্বাদ রইল। তারা তাদের সাংসারিক জীবনে সুখী হোক।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































