আগে থেকেই অনুমান করা হয়েছিল যে, দেশে অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যেতে পারে। এবার জানা গেল আসল সত্যটা। আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই বিশ্বকাপ বাংলাদেশে নয়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন এবং আশাবাদী ছিলেন, দেশের মাটিতে অবশ্যই এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করা হবে। বাংলাদেশের চেষ্টার কোনো কমতি ছিলনা কিন্তু কিছু অংশগ্রহণকারী দলের আপত্তির কারণে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে।
বিশ্বকাপ নিয়ে আসিসি কি বলল। আইসিসির প্রধান নির্বাহী জেওফ অ্যালার্ডিস গণমধ্যমকে জানায়, বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়াটা হতাশাজনক। আর তার কারণ হলো, একটি স্মরণীয় ইভেন্ট আয়োজন করতে পারতো বিসিবি।
বিসিবির সর্বাত্মক চেষ্টা চালিয়েও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করতে পারলোনা সে ব্যাখা দিয়েছেন আসিসির প্রধান। তিনি বলেন, আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই কারণ বাংলাদেশে অনুষ্ঠানটি আয়োজনের চেষ্টা করা এবং এর জন্য সব রকম সহযোগিতা করার জন্য। সরকারী ভ্রমণ সতর্কতার কারণে কিছু অংশগ্রহণকারী দলের পক্ষে এটি সম্ভব নয়। তাই বাংলাদেশে থেকে বিশ্বকাপ সরিয়ে আরব আমিরাত নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি আইসিসি গ্লোবাল ইভেন্ট আয়োজনের অপেক্ষায় রয়েছি। সবশেষে তিনি ধন্যবাদ জানান বিকল্প আয়োজক হিসেবে এগিয়ে আসা আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































