২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি বিসিবির পরবর্তী সভাপতি হবেন। ২০২৪ সালে মাশরাফি আবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ত্যাগ করার পর সংসদ ভেঙে দেওয়া হয়।
মাশরাফী ক্রিকেট বোর্ডে আসা নিয়ে যা বললেন। পুরো আন্দোলনে মাশরাফি নীরব ছিলেন। ফলে তিনি শুধু ভক্তদের সমালোচনাই পাশাপাশি ঘৃণা করতে শুরু করে মাশরাফি ভক্তরা। তবে বুধবার (১৪ আগস্ট) একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সব বিষয়ে মুখ খুললেন তিনি। ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে জিজ্ঞাসা করা হয় তাকে।
এমনই এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর সাধারণত খেলা ছেড়ে দেই তাই ক্রিকেট বোর্ডে যাওয়া হতনা। নিজেকে নিয়ে খুব একটা ভাবতাম না এই বিষয়টা নিয়ে। আমি যেখানে ছিলাম, আমি হয়তো সিনিয়র ক্লাসে গিয়ে বলতে পারতাম যে, আমি এই চাকরি করতে চাই বা ক্রিকেটে এই দায়িত্ব নিতে চাই। কিন্তু আমি কখনো নিজের সম্পর্কে কথা বলতে চাইনি।
তিনি আরও বলেন, আমি কথা বলার সুযোগ পেয়েও কথা বলিনি। আর এখন যে পরিস্থিতি দাঁড়ায়েছে, আমি মনে করি না, আমি ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার যোগ্য বা সেই ধরনের দায়িত্ব পাওয়ার যোগ্য। আমি এটা বলতেও পারি না। আমি যখন রাজনীতিতে ছিলাম তখন ক্রিকেট বোর্ডে বসার চেষ্টা করিনি। আর এখন রাজনীতিতে নেই, তাই এখন আর ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনা তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে।
মাশরাফি আরো বলেন, যদি কখনো ছোট প্ল্যাটফর্মে সুযোগ থাকে বা সুযোগ আসে তাহয়ে সেখান থেকে চেষ্টা করে দেখতে পারি। তবে আমি সাধারণ ভাষায় বলব, এখন যদি আমি ক্রিকেটে কাজ করতে চাই, সেটা হবে সুযোগ সন্ধানিদের মতো একটা কাজ। এই দৃষ্টিকোণ থেকে, আমি এটা প্রাপ্য না। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে মিশে আছে। যদি কারো সাহায্যের প্রয়োজন হয়, আমি অবশ্যই তাদের পাশে আছি। কিন্তু এই মুহূর্তে আমার বোর্ডে থাকার বাস্তবতা নেই। এমনকি আমি এটার প্রাপ্য না।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































