বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কারের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কোটা আন্দোলন সংক্রান্ত সকল হত্যাযজ্ঞ, খুন, সহিংসতা, গণগ্রেফতার ও নিপীড়নের বিচারের প্রতিবাদে এই সমাবেশ করেন শিল্পীরা।
কোটা আন্দোলনে যা বললেন মোশাররফ। যারা এই আন্দোলনে অংশ নেয় তাদের সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনাকেও সেই ট্যাগ দেওয়া হবে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অভিনেতা মোশাররফ করিম জানায়, আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাইনা। গোলাগুলি হত্যা, রক্ত এগুলা দেখতে চাইনা এগুলির বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই। আমি একজন সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ।
অভিনেত্রী সাবিরা নূর বলেন, যাঁদের হত্যা করা হয়েছে সেসব হত্যার বিচার চাই। এছাড়াও অন্যান্য শিল্পীরা বলেন, আমরাতো অনেক আগে থেকেই দাঁড়িয়েছি কিন্তু সমষ্টিগতভাবে দাঁড়ায়নি। আজকে সবাই সমষ্টিগতভাবে দাঁড়িয়েছি। আমরা আছি এবং ন্যায়ের পক্ষে আছি শিক্ষার্থীদের সাথে আছি।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, আমরা আজকে এখানে এসেছি কারণ এই যে এত ছাত্র হত্যা হল এবং ছাত্রদের ওপর নিপীড়ন হল সেটা মেনে নেওয়া যায় না তাই এর সুষ্ঠু বিচার চাই।
বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম, নিপুন, অভিনেতা সিয়াম, জাকিয়া বারী মম, অভিনেত্রী আজমারী হক বাধঁন, পিপলু আর খান। রেদওয়ান রনি, আদনান আল-রজব, সৈয়দ আহমেদ শাওকি, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, রিতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবাল রিপন, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সোমি সহ আরোও অনেকে এতে উপস্থিত ছিলেন।
দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক আকরাম খান, চলচ্চিত্র পরিচালক আশফাক,পরিচালক অমিতাভ রেজা সহ পর্দার বাইরের জনপ্রিয় মুখগুলোও উপস্থিত থেকে কোটা আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছেন।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































