ক্রিকেটার সাকিব আল হাসানকে একাধিকবার খারাপ সময়ের মুখোমুখি হতে হয়েছে। আইসিসি কর্তৃক সাসপেন্ড করা হয়েছিলো তাকে, সে কথা অজানা নয় কারো। তার খারাপ ফর্ম বা ভক্তদের সাথে ঝামেলার জন্যও সমালোচিত হতে হয়েছে তাকে। সবকিছু ছাপিয়ে গেছে এবারের ঘটনাটি।
গণঅভ্যুত্থানের মধ্যে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ক্রিকেটার সাকিব আল হাসান গতকাল ভেঙ্গে দেওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। সরকার প্রধান পদত্যাগের পরদিনই খেলতে কানাডায় যান, সেখানে খেলতে নেমে লাঞ্ছিত হন সাকিব।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দলের হালচাল নিয়ে কোন মন্তব্য করেননি তারপরও সমালোচিত হয়েছেন তিনি। বর্তমানে বিদেশে থাকা এই ক্রিকেটার কবে দেশে ফিরবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। ১৬ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। আর এ সময়ের মধ্যেই ফিরতে হবে তাকে।
সাকিব এখন কি করবেন জানালো বিসিবি। ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার (সহকারী) শাহরিয়ার নাফীস বলেছেন, সাকিব আল হাসান ১২ই আগস্ট পর্যন্ত এনওসিতে থাকবেন। তারপর ১৩ই আগস্ট দেশে ফিরে আমাদের রিপোর্ট করার কথা রয়েছে। আজ ৭ই আগস্ট তার দু-তিনটি খেলা বাকি রয়েছে। নাফিস আরো বলেন, আমি তার সাথে যোগাযোগ করব এবং তার পরিকল্পনা জানার চেষ্টা করব।
গতকাল রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী সাকিব আল হাসান আর সংসদ সদস্য নন। তিনি এখনও একজন ক্রিকেটার। প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা ব্যপার আছে, ১২ই আগস্ট পর্যন্ত এনওসিতে রয়েছে এরপর বাংলাদেশ ক্রিকেট দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জন্য এখনো দল ঘোষণা করেনি নির্বাচক কমিটি। যদি তারা বাংলাদেশ দল ঘোষণা করে এবং তিনি দলে থাকেন এনওসি লাগবে আর দলে না থাকে তাহলে তো কোনওভাবেই এনওসি লাগছে না।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best
































